ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বঙ্গবন্ধুর সমাধিতে ববির নবনিযুক্ত ভিসি’র শ্রদ্ধা নিবেদন

মার্চ ০৬, ২০২৪
বাংলাদেশ
বঙ্গবন্ধুর সমাধিতে ববির নবনিযুক্ত ভিসি’র শ্রদ্ধা নিবেদন

বুধবার (০৬ মার্চ) বিকাল ৫ টায় ভিসি মহোদয় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া সকলকে সাথে নিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রূহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে ভিসি মহোদয় সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শক বহিতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া গত ০৪ মার্চ ২০২৪ তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে যোগদান করেন।