ডেস্ক রিপোর্ট: নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডি, আওয়ামী শাসনামলের সব গণহত্যার বিচার সহ ৫ দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলামী।
মহাসমাবেশ উপলক্ষে শুক্রবার রাত থেকেই দেশের নানা প্রান্ত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন নেতাকর্মীরা। সুশৃঙ্খলভাবে নেতাকর্মীদের সমাবেশে আসার আহ্বান জানানো হয় আগেই। ঢাকার বাইরে থেকে আগতদের নির্ধারিত তিনটি পয়েন্ট ধরে সমাবেশে আসতে বলা হয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে।
সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর ১ টা পর্যন্ত চলবে এই মহাসমাবেশ।