ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জিল্লুর রহমানকে অর্থসহয়তা

নভেম্বর ১৪, ২০২৪
বাংলাদেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জিল্লুর রহমানকে অর্থসহয়তা

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষার্থী মোঃ জিল্লুর রহমানকে ২৫ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর'২৪) সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সভায় এ অর্থ সহায়তার চেক জিল্লুর রহমানের হাতে তুলে দেন কলেজের এডহক কমিটির সভাপতি অধ্যাপক নওশাদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, উপাধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, জিল্লুর রহমানের বাবা মোঃ আবদুল খালেক, কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র প্রতিনিধিরা।

এ বিষয়ে কলেজের এডহক কমিটির সভাপতি অধ্যাপক নওশাদ আলম বলেন, জিল্লুর রহমান আমাদের কলেজের মেধাবী ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যেভাবে সে আহত হয়েছে, তা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তার চিকিৎসা ও শিক্ষা ব্যায় চালিয়ে নেওয়ার জন্য কলেজের পক্ষ থেকে আমাদের এই সামান্য উদ্যোগ। আমরা আশা করি, এই সাহায্য তার সুস্থতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সে  দ্রুতই সুস্থ হয়ে তার শিক্ষাজীবন অব্যাহত রাখতে পারবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সাতক্ষীরার এসপি বাংলোর মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন জিল্লুর রহমান। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে একাধিক অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং সুস্থতার পথে রয়েছেন। মোঃ জিল্লুর রহমান সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।

কলেজ কর্তৃপক্ষের এই সহায়তা প্রদানের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জিল্লুর রহমানের বাবা মোঃ আবদুল খালেক বলেন,  "আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত কৃতজ্ঞ সাতক্ষীরা সিটি কলেজ কর্তৃপক্ষের কাছে। আমার ছেলের শারীরিক অবস্থা অনেকটাই সংকটময় ছিল, তবে আল্লাহর রহমতে এবং চিকিৎসকের পরিশ্রমে সে এখন শঙ্কামুক্ত। কলেজ কর্তৃপক্ষের এই সহায়তা শুধু অর্থনৈতিক সাহায্যই নয়, বরং আমাদের পরিবারকে মানসিকভাবে শক্তি দিয়েছে। আমি বিশ্বাস করি, আমার ছেলে দ্রুত সুস্থ হয়ে কলেজে ফিরে আসবে এবং তার পড়াশোনা আবার শুরু করতে পারবে।

 

এনডিটিভি/এলএ