শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই কেজি ৯০০ গ্রাম গাজা, এক লাখ ৮৯ হাজার ৪০০ টাকা, দুটি মোবাইল ও একটি মোটর সাইকেলসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল'২৫) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালি গ্রাম থেকে এসব উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে। এ সময় মূল হোতা মাদক চোরাকারবারী আব্দুল জব্বার পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন শৈলখালী গ্রামের আব্দুর রশিদ গাজীর ছেলে চোরাকারবারী অব্দুল জব্বারের ভাই লোকমান হোসেন (৪৫), জব্বারের স্ত্রী নূরজাহান বিবি (৩৫) ও মেয়ে সোনালী আক্তার (১৮)।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে শুক্রবার সন্ধ্যায় আটক করে সেনা ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। যৌথবাহিনীর এ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি শ্যামনগর থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের শনিবার (১৯ এপ্রিল '২৫) বিকেলে আদালতে পাঠানো হয়েছে।