নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
রিও'র দমকল বিভাগ রোববার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রিও'র উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ প্রাণহানির ঘটনা ঘটে।
এদিকে রোববার সন্ধ্যায় এক নারী গাড়ি নিয়ে নদীতে পড়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
মেয়র এডুয়ার্ডো পেস উদ্ভূত পরিস্থিতিকে ‘জরুরি’ ঘোষণা করেছেন।
স্থানীয়দের নিজস্ব সুরক্ষার জন্য বাড়িতে থাকতে এবং উদ্ধার ও পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাহত না করার জন্যও আহবান জানিয়েছেন তিনি। জলাবদ্ধতার কারণে শহরের এক ডজনের বেশি বাস স্ট্যান্ড ও বেশ কটি মেট্রো স্টেশন বন্ধ হয়ে গেছে। আভেনিদা ডি ব্রাসিলের কিছু অংশে পানি বেড়েছে এবং শহরের একটি প্রধান সড়ক ডুবে গেছে। ব্রাজিলের প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণকারী জাতীয় সংস্থা বলছে, রিও ডি জেনিরো রাজ্যের আশেপাশের অন্তত আটটি শহর ভূমিধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে।ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ১১
এনডিটিভি/১৫ জানুয়ারী