ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

নভেম্বর ২০, ২০২৪
বাংলাদেশ
বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: “বৃক্ষ দিয়ে সাজায় দেশ সমৃদ্ধি করি বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশের বৃক্ষ মেলা ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ নভেম্বর'২৪) বেলা সাড়ে ৩ টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল এঁর সভাপতিত্বে 

জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা' র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোর বিভাগীয় বন কর্মকর্তা কাশ‌্যপী বিকাশ চন্দ্র প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল। 

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, জেলা নার্সারী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। 

আলোচনা সভা শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বণজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষ মেলায় সামাজিক বন বিভাগের উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।

সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র, দি হাইব্রীড নার্সারী, ফোর এ এগ্রো, ফাহিম নার্সারী, ডালিয়া নার্সারী, জাহাঙ্গীর নার্সারী, সরদার নার্সারী, মদিনা নার্সারী, মায়া কানন নার্সারী, এমরান নার্সারী, পল্লী নার্সারীসহ মেলায় মোট ২৩ টি স্টল স্থান পেয়েছে। 

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, নার্সারী মালিকরা উপস্থিত ছিলেন।

 

এনডিটিভি/এলএ