ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিজয়কে অর্থবহ করতে হবে : বিএনপি নেতা সালাহ উদ্দিন

অগাস্ট ১১, ২০২৪
রাজনীতি
ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিজয়কে অর্থবহ করতে হবে : বিএনপি নেতা সালাহ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক : দেশে কতৃত্ববাদের কোনো জায়গা হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে।

রবিবার (১১ আগস্ট) দেশে ফিরেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের একথা কথা বলেন সালাহ উদ্দিন।


বিএনপির এই নেতা বলেন, দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে। অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দল-মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে। বাংলাদেশ একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এনডিটিভিবিডি/১১আগস্ট/এএ