ডেস্ক রিপোর্ট: ফেনীর পরশুরামে নারী কেলেঙ্কারিতে বিতর্কিত ও নিষিদ্ধ সংগঠন কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশীষ চক্রবর্তীকে বেধড়ক পিটিয়ে পরশুরাম থানা পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পরশুরাম বাজারের সোনালী ব্যাংকের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ছাত্রলীগ নেতা আশিষ চক্রবর্তী আত্মগোপনে ছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি নিজ এলাকায় যাতায়াত শুরু করেন। বুধবার সন্ধ্যার দিকে ব্যক্তিগত কাজে সে পরশুরাম বাজারে গেলে স্থানীয়রা তাকে আটক করে ব্যাপক মারধর করে। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পরশুরাম থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম ছাত্রলীগ নেতা আশীষ চক্রবর্তীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।
পুলিশ জানান, আগস্টে ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহতের ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে ছাত্রলীগ নেতা আশিষ চক্রবর্তী পরশুরাম মডেল হাইস্কুলের এক শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে নিজের ফেসবুক পেইজে আপলোড করে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নারী কেলেঙ্কারির অভিযোগে উপজেলা ছাত্রলীগ প্রথমে তাকে শোকজ করে পরে উপজেলা ছাত্রলীগ থেকে গত ৫ জুন বহিষ্কার করে।
আশিষ চক্রবর্তী পরশুরাম সরকারের ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও পরশুরাম উপজেলা ছাত্রলীগের সদস্য।
এনডিটিভি/এলএ