ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় গরু নিয়ে আনন্দ মিছিল

অক্টোবর ৩১, ২০২৪
রাজনীতি
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় গরু নিয়ে আনন্দ মিছিল

দেশজুড়ে ডেস্ক: ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার খবরে রাজশাহীতে গরু নিয়ে শোডাউন ও আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হওয়া এ আনন্দ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন।

ট্রাকের ওপর একটি লাল রঙের গরু নিয়ে শোডাউন শুরু করেন তারা। এ সময় ট্রাকের পেছনে থাকা কয়েকজন ছাত্রলীগবিরোধী স্লোগানও দেন। আলুপট্টি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে শোডাউন ও মিছিল শেষ হয় নগরীর সিএনবি মোড়ে। পরে শিশু একাডেমি মাঠে গণভোজের আয়োজন করা হয়েছে।

রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রহিম বলেন, সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই আনন্দ উদযাপন করতেই এমন আয়োজন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ট্রাকে করে ঘোরানো গরুটি একজনের কাছ থেকে শোডাউনের জন্য আনা হয়েছে। গরুটি ফেরত দেওয়া হবে। গণভোজের জন্য বাজার থেকে মাংস কেনা হয়েছে।

 

এনডিটিভি/এলএ