ঢাকা , রবিবার, এপ্রিল ২০, ২০২৫

চরহাজিগঞ্জ বণিক সমিতি নির্বাচনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ

নভেম্বর ২৪, ২০২৪
বাংলাদেশ
চরহাজিগঞ্জ বণিক সমিতি নির্বাচনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ

ফরিদপুর জেলা প্রতিনিধি:  চরহাজিগঞ্জ হাট বাজার বণিক সমবায় সমিতির  নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১৫ জন প্রার্থী। এরমধ্যে যাচাই বাছাই করে ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

বৈধতাপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে সভাপতি পদে ৩জন তারা হলেন,  কবিরুল আলম, নাজিমুদ্দিন প্রামানিক, নূর মোহাম্মদ, সহ-সভাপতি পদে ২জন মোহাম্মদ লুৎফর খন্দকার ও সাংবাদিক কুমারেশ পোদ্দার,  সেক্রেটারী পদে ২ জন মোঃ ওবায়দুর রহমান ও মোহাম্মদ হাসান মাস্টার, সাধারণ সদস্য পদে,৮জন মোঃ মুজিবুর রহমান, মোঃ মুতালেব খান, আব্দুস সালাম মন্ডল, আব্দুল কুদ্দুস, মোঃ খবির উদ্দিন, নিমাই রায়, মোঃ মমিন মোল্লা, বক্কার বেপারী। আজ (রবিবার) হাজীগঞ্জ বাজার সমিতির অফিস কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন-নির্বাচন পরিচালনায় ৩ সদস্য বিশিষ্ট  কমিটির সভাপতি মোঃ ইলিয়াস হোসেন পরিদর্শক জেলা সমবায় কার্যালয় ফরিদপুর,  সদস্য জামাল উদ্দিন মোল্লা পরিদর্শক জেলা সমবায় কার্যালয় ফরিদপুর , সদস্য বিনয় কুমার রায় সরকারী পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয় চরভদ্রাসন ফরিদপুর , সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে  জানা গেছে মনোনয়ন প্রত্যাহার আগামী ৪ঠা ডিসেম্বর আর ভোট গ্রহণ আগামী ১৫ই ডিসেম্বর।

 

এনডিটিভি/এলএ