ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

চট্টগ্রাম বদলে যাবে পর্যটন দিয়ে: কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধির উদ্যোগে মেয়র

নভেম্বর ১২, ২০২৪
বাংলাদেশ
চট্টগ্রাম বদলে যাবে পর্যটন দিয়ে: কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধির উদ্যোগে মেয়র

মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রামের পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগিয়ে কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নিচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার টাইগারপাসে চসিক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের কমিটির সদস্যদের সাথে এক সভায় তিনি পর্যটনখাতের বিকাশ ও নগর উন্নয়নে তাঁর পরিকল্পনা তুলে ধরেন।

ডা. শাহাদাত বলেন, পর্যটন খাত চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে ব্যবহার করে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠতে পারে। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে এবং কর্মসংস্থান নিশ্চিত করতে চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

মেয়র চট্টগ্রামে সিটি গভর্মেন্টের প্রয়োজনীয়তার কথা জানিয়ে বলেন, সেবাসংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে সিটি গভর্মেন্ট অপরিহার্য। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করেছেন। পরিচ্ছন্নতার বিষয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করেছেন মেয়র, যেখানে রাস্তার পাশে ময়লার বিন স্থাপন বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, পলিথিনের ব্যবহার রোধ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

ডাম্পিং স্টেশনের জন্য খাস জায়গা বরাদ্দের আহ্বান জানিয়ে তিনি পরিচ্ছন্নতার জন্য কঠোর আইন প্রয়োগের ইঙ্গিত দেন। বিপ্লব উদ্যানসহ অন্যান্য স্থাপনাগুলোর আয় যাচাইয়ের মাধ্যমে সিটি কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধির পরিকল্পনাও সভায় উপস্থাপিত হয়।

 

এনডিটিভি/এলএ