চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৭টি সোনার বার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এসব বার উদ্ধার করা হয়।
সরকারের দায়িত্বশীল একটি গোয়েন্দা সংস্থার সূত্র জানায়, সোনার বারগুলো বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী ১ নম্বর কনভেয়ার বেল্টের পাশের ওয়াশরুমের কমোডের পাশের ময়লার ঝুড়িতে ছিল। ওই ঝুড়িতে থাকা একটি সিগারেটের প্যাকেটে সোনার বারগুলো লুকায়িত ছিল। ধারণা করা হচ্ছে, সোনার বারগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে চট্টগ্রাম এসেছে। পরবর্তীতে বারগুলো শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া ২৪ ক্যারেটের সোনার বারগুলো ওজন ৮১৬ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।