মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরীকে যৌথবাহিনীর ওপর অ্যাসিড হামলার ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) নগরের লাভলেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন।
সুমন চৌধুরী, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলার আসামি, হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড হামলার ঘটনার মূল ইন্ধনদাতা বলে অভিযোগ রয়েছে।
৫ নভেম্বর নগরের হাজারী গলিতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সহিংসতার সৃষ্টি হয়। ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বীরা দোকানে আক্রমণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় যৌথবাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ও অ্যাসিড নিক্ষেপ করা হয়।
জনগণের জান-মাল রক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনডিটিভি/এলএ