ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

চট্টগ্রাম সিটি করপোরেশন ধ্বংসের পথে: মেয়র ডা. শাহাদাত

নভেম্বর ১৪, ২০২৪
বাংলাদেশ
চট্টগ্রাম সিটি করপোরেশন ধ্বংসের পথে: মেয়র ডা. শাহাদাত

মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, সিটি করপোরেশন দুর্নীতির কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। বুধবার, নগর বিএনপির কার্যালয়ে যুবদলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিপ্লব উদ্যানের দোকানগুলো থেকে প্রতি বছর প্রায় ১ লাখ টাকা আয় করার কথা থাকলেও গত ১০ বছরে কেবল ৪০-৫০ লাখ টাকা এসেছে। অথচ অন্তত ১০-১২ কোটি টাকা লোপাট হয়েছে। সিটি করপোরেশন আড়াই হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে কাজ করছে, যার মধ্যে ২০২২ সালে শতকোটি টাকার ২৫টি কাজ সরকারি ক্রয়বিধি না মেনে দেয়া হয়েছে।

ডা. শাহাদাত নগরবাসীকে ধৈর্য ধরতে বলেন এবং সিটি করপোরেশনকে স্বাবলম্বী করতে তার কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

এনডিটিভি/এলএ