ঢাকা , বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ২০২৫

দেবহাটায় ২ দিনব্যাপী প্রোগ্রাম কোয়ালিটি ও সেল্ফ রিভিউ ওয়ার্কশপ

অক্টোবর ৩১, ২০২৪
বাংলাদেশ
দেবহাটায় ২ দিনব্যাপী প্রোগ্রাম কোয়ালিটি ও সেল্ফ রিভিউ ওয়ার্কশপ

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা দেবহাটায় ২দিনব্যাপী প্রোগ্রাম কোয়ালিটি ও সেল্ফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। 

বুধ ও বৃহস্পতিবার (৩০-৩১ অক্টোবর'২৪) পারুলিয়া আহছানীয়া মিশনের সেমিনার কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এপি’র আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। 

প্রোগ্রাম কোয়ালিটি ও সেল্ফ রিভিউ ওয়ার্কশপ পরিচালনা করেন খুলনা শহর এপি’র ম্যানেজার সুরভী বিশ্বাস এবং স্বাস্থ্য ও পুষ্টি টেকনিক্যাল বিশেষজ্ঞ ডা. সংকর। 

সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা এপি’র এরিয়া ম্যানেজার লাভলু খান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সর অফিসার হিরু গাইন, উত্তরণের উপজেলা ম্যানেজার শফিকুল ইসলাম, সুশীলনের মনিটরিং স্পেশালিষ্ট শরিফুজ্জামান, সকল সিডিও।

এছাড়া গ্রাম উন্নয়ন কমিটি, ইয়ুথ ফোরাম, শিশু ফোরাম, আরসি শিশুর পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা অংশ নেন।

 

এনডিটিভি/এলএ