ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা প্রশিক্ষণ

অক্টোবর ৩০, ২০২৪
বাংলাদেশ
দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা প্রশিক্ষণ

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের বাল্যবিবাহ বিষয়ক সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর'২৪) সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিপি) আয়োজনে দারিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান করেন মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান।

উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিআরডিপি’র সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) সোহরাব হোসেন, মাঠ সংগঠক ফরিদা ইয়াসমিন, হুমায়ন গাজী, হিসাব সহকারী আসাদুজ্জামান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিনা আখতার, ফারুক হোসেন প্রমুখ।

প্রশিক্ষনে বাল্যবিবাহ প্রতিরোধের উপায় এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় পরামর্শ ও সঠিক ভাবে উপায়ে সম্পন্ন করার বিষয়ে শিক্ষা দেওয়া হয়। পরে ইরেসপো প্রকল্পের আওতায় ছাত্রীদের মাঝে সঞ্চয়ী টাকার চেক ও স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়।