ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

দেবহাটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক প্রদান

নভেম্বর ১৪, ২০২৪
বাংলাদেশ
দেবহাটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক প্রদান

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক সাতক্ষীরা: দেবহাটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর '২৪) উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিপি) আয়োজনে দারিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ও মূখ্য আলোচক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দঃ) আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) সোহরাব হোসেন সহ অন্যান্যরা।

অনুষ্ঠনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষিকা কহিনুর  আক্তার।

প্রশিক্ষনে বাল্যবিবাহ প্রতিরোধের উপায় এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া প্রজজন স্বাস্থ্য সুরক্ষায় পরামর্শ ও সঠিক ভাবে উপায়ে সম্পন্ন করার বিষয়ে শিক্ষা দেওয়া হয়।

অনুষ্ঠানে কিশোরী সংঘের সদস্যদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী এবং ৫ জন কিশোরী সদস্যার বয়স ১৮ বছর পূর্ন হওয়ায় এবং অবিবাহিত থাকায় তাদের নিজস্ব জমাকৃত সঞ্চয় ও জমাকৃত সঞ্চয়ের ২ গুন সরকারী প্রনোদনার চেক প্রদান অতিথির মাধ্যমে প্রদান করা হয়।

 

এনডিটিভি/এলএ