ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

দেড় বছর আগে নিখোঁজ জাফর কবিরাজের সন্ধান চায় পিবিআই

জানুয়ারী ২২, ২০২৪
বাংলাদেশ
দেড় বছর আগে নিখোঁজ জাফর কবিরাজের সন্ধান চায় পিবিআই

নিজস্ব প্রতিবেদক:দেড় বছর আগে নিখোঁজ হওয়া কবিরাজ জাফর আহাম্মদের সন্ধান করছে পুলিশ ব্যুরো ইনভেটিগেশন (পিবিআই)। সোমবার দুপুরে পিবিআইয়ের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্ণীপুরের রামগঞ্জ থানার পশ্চিম বিঘা (সিন্নির বাড়ী) গ্রামের নিখোঁজ হওয়া কবিরাজ জাফর আহাম্মদের সন্ধান করছে পিবিআই। কবিরাজ জাফর আহাম্মদ গত দেড় বছর আগে নিখোঁজ হলেও আজ পর্যন্ত তার সন্ধান মিলেনি।    

মামলা সূত্রের বরাত দিয়ে পিবিআই বলছে, কবিরাজী করেন। তিনি প্রতিদিন সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঘর থেকে বের হয়ে রামগঞ্জ থানার বিভিন্ন এলাকায় আসা যাওয়া করতেন। প্রতিদিনের মত ২০২২ সালের ২ জুলাই সকাল সাড়ে আটটার সময় বাড়ি থেকে  করিবাজী চিকিৎসা করার জন্য বরে হয়ে আর ফেরত আসে নাই। তার ছেলে তোফায়েল আহম্মদ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে তাকে না পেয়ে ওই বছরের ৩ জুলাই রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রামগঞ্জ থানার  জিডি নম্বর-১৩৬ করেন। পরবর্তীতে তোফায়েল আহম্মদ ওই বছরের ২৫ জুলাই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন (মামলা নম্বর- ১৯)। মামলাটি তদন্তকালে থানা পুলিশ নিখোঁজ জাফর কবিরাজের কোন সন্ধান পায় নাই। পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলার তদন্তভার পিবিআই’তে আসে। এরপর পিবিআইয়ের নোয়াখালী জেলার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিদুল আলম মামলাটি তদন্ত করছেন। মামলাটির রহস্য উদঘাটনের জন্য ভুক্তভোগীর সন্ধান পাওয়া অত্যান্ত জরুরি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায়, নিখোঁজ জাফর কবিরাজের সন্ধানের লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে পিবিআই নোয়াখালী জেলা।

ভিকটিমের শারীরিক বর্ণনাঃ
নিখোঁজ জাফর আহাম্মদ এর বয়স ৬৫ বছর। তার পরনে ছিল লুঙ্গি, লাল রংয়ের চেক শার্ট। তার উচ্চতা ও শারীরিক গঠন, মুখমন্ডলঃ উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, শারীরিক গঠন- মাঝারী, মুখমন্ডল- লম্বাটে, মুখে দুই ইঞ্চি পরিমান কাচাপাকা দাড়ি, গোফ আছে। তার চুল ও গায়ের রং: কালো। তিনি  লক্ষ্মীপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তিনি দশম শ্রেনী পর্যন্ত লেখা পড়া করেছেন। তার কোন সন্ধান পেলে নোয়াখালী জেলার পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ মহিদুল আলম  মোবাইল নম্বর-০১৭৯১-৬৩২৪৪২ এর সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
নিখোঁজ কবিরাজ জাফর আহাম্মদ লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার পশ্চিম বিঘা (সিন্নির বাড়ী) গ্রামের মৃত আনা মিয়ার ছেলে।
এনডিটিভিবিডি/২২জানুয়ারি/এএ