ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ধ্যানে মোদি, ৪৫ ঘণ্টা বলবেন না কথা

মে ৩১, ২০২৪
আন্তর্জাতিক
ধ্যানে মোদি, ৪৫ ঘণ্টা বলবেন না কথা

ভারতে লোকসভা নির্বাচনের শেষ ধাপের আগে কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৩১ বছর আগে এই স্থানেই বসে ধ্যান করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ।

বৃহস্পতিবার (৩০ মে) তিরুঅনন্তপুরমের ভগবতী আম্মান মন্দিরে পূজা সেরে সেই স্থানে ধ্যানে বসেছেন মোদি। ধ্যান চলাকালীন ৪৫ ঘণ্টা কারও সঙ্গে কথা বলবেন না তিনি। মৌনব্রত পালন করবেন। এই ৪৫ ঘণ্টা শুধু তরল খাবার খাবেন। এমনকি ওই ধ্যানের জায়গা থেকে উঠবেনও না তিনি।  

নিউজ এইটিনসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন জানিয়েছে, শনিবার (১ জুন) সন্ধ্যায় সপ্তম তথা শেষ দফার ভোটপর্ব শেষ হলেই ধ্যান কক্ষ থেকে বের হবেন নরেন্দ্র মোদি।

ভারতের সংবাদ সংস্থা এএনআই-এর এক্স হ্যান্ডেলে মোদির ধ্যানের ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করছেন মোদি। তার পরনে গেরুয়া বসন। হাতে রুদ্রাক্ষের মালা।

অবশ্য, এই প্রথম নয়; এর আগে দু’বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন নরেন্দ্র মোদি।  

২০১৯ সালের লোকসভা ভোটের প্রচার শেষে প্রধানমন্ত্রী মোদি গিয়েছিলেন কেদারনাথে। সেখানেই ধ্যানমগ্ন হয়েছিলেন । এবার কেন কন্যাকুমারীর বিবেকানন্দ রক বেছে নিয়েছেন মোদি, সে প্রশ্ন অনেক ভারতীয়র।

ইতিহাস বলছে, ১৮৯২ সালে কন্যাকুমারী উপকূল থেকে একটি দ্বীপে সাঁতরে গিয়ে একটি স্থানে তিন দিন ধ্যানসহ জ্ঞান অর্জন করেছিলেন স্বামী বিবেকানন্দ। সে স্থানকে বিবেকানন্দ রক মেমোরিয়াল বলা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিবেকানন্দকে অনুসরণ করেছেন।  বিজেপির লোকসভা নির্বাচনী প্রচারের সমাপ্তি উপলক্ষে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত সেখানেই ধ্যানমগ্ন থাকবেন তিনি।