কেরানীগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ কেরানীগঞ্জের নাগরমহল রোডে চাকলাদার কমপ্লেক্স মার্কেটের দোকান ও জায়গা দখল করে মাদক সেবীদের চলছে রমজমা মাদকের ব্যবসা । এই মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা পরেছে বিপাকে। প্রতিবাদ করলেই তাদের হামলা ও দোকান ভাংচুর করা হয়। দিনে রাতে এই মার্কেটের ভিতরে মাদক সেবন বেচাকেনা ও জুয়ার আসর বসানোর অভিযোগ করেছে মার্কেটের সাধারণ ব্যবসায়ী ও কারখানার মালিকরা । এছাড়া এলাকাবাসী এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন । বখাটে মাদক সেবীরা চাকলাদার মার্কেটের নিচতলা থেকে শুরু করে চতুর্থ তলা পর্যন্ত বিভিন্ন জায়গায় বসে এই ধরনের কর্মকাণ্ড করে আসছে । অনেক মাদক ব্যবসায়ী আবার দোকান ঘর ও কারখানাগুলোর ভিতরে জোরপূর্বক ঢুকে জুয়া খেলে ও মাদক সেবন করে ।
এলাকার কারখানা মালিক ও দোকান মালিক দের পক্ষ থেকে, করিম, জব্বার, রহিম, মান্নান, বাদল, শহিদুল, রফিক, মন্টু ও লিটন সরোজমিনে প্রতিবেদন তৈরির সময় এই প্রতিনিধিকে জানান যে, দীর্ঘদিন ধরে মার্কেটের ভিতরে অনেক দোকান এবং কারখানার ভিতরে মাদক সেবীরা সঙ্ঘবদ্ধ হয়ে জোরপূর্বক দখল করে এই ধরনের মাদকাসক্তের আখড়া বসার কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ব্যবসা করতে পারছেন না। অনেক ভাড়াটিয়া দোকানদার আছে জীবনের ভয়ে এদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না । অনেকে এর প্রতিবাদ করলে তাদেরকে মাদক সেবীরা সবাই মিলে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুর ও হামলার ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
মার্কেটের ব্যবসায়ী ও পাশের দোকানদাররা জানিয়েছেন, মাদক সেবী বিপ্লব, হোসেন, নুরুজ্জামান, জাহাঙ্গীর, বাবুল, সুমন ও হোসেন সহ প্রায় ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন যাবত চাকলাদার মার্কেটের ভিতরে মাদক বেচাকেনা সহ কারখানার ভিতরে জুয়ার আসর বাসায় ।
এনডিটিভিবিডি/২৩অক্টোবর/এএ