ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন: শাকিব খান

Jul ১৭, ২০২৪
বিনোদন
এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন: শাকিব খান

বিনোদন ডেস্ক : চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। এতে হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানাচ্ছেন সবাই। সাধারণ মানুষের পাশাপাশি দেশের শোবিজ ভুবনের তারকারা সবর হয়েছেন।

এবার এ প্রসঙ্গে মুখ খুললেন চিত্রনায়ক শাকিব খান। চলমান সংকটে প্রাণহানির কথা উল্লেখ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন এ নায়ক। এতে তিনি লেখেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিগত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষারর্থীদের একাশং আন্দোলন করছেন। এ আন্দোলনে ৬ জন নিহত হয়েছেন। এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এনডিটিভিবিডি/১৭জুলাই/এএ