ঢাকা , সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ফ্যাসিস্ট বিরোধী শ্লোগানে মুখর চট্টগ্রাম: ছাত্রদের গণজমায়েতে উত্তাল রাজপথ

নভেম্বর ১০, ২০২৪
বাংলাদেশ
ফ্যাসিস্ট বিরোধী শ্লোগানে মুখর চট্টগ্রাম: ছাত্রদের গণজমায়েতে উত্তাল রাজপথ

মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে রবিবার গণজমায়েত ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নগরীর চকবাজার প্যারেড কর্নারে বিকেল থেকে শুরু হওয়া এ গণজমায়েতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী যোগ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের সামনে বক্তব্য রাখেন। উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও এ অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন।

বক্তারা বলেন, "বাংলাদেশের ছাত্র সমাজ দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই করে এসেছে। ২০২৪ সালের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফের মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ দিতে নারাজ।"

গণজমায়েত শেষে একটি বিক্ষোভ মিছিল চকবাজার থেকে শুরু হয়ে নগরীর জামালখান, ডিসি হিল, বৌদ্ধ মন্দির হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

ছাত্রদের দৃঢ় কণ্ঠে একটাই আহ্বান—দেশের ফ্যাসিস্ট শক্তিকে আর মাথাচাড়া দিতে দেয়া হবে না। ছাত্রদের ঐক্যবদ্ধ কণ্ঠে প্রতিজ্ঞা, গণতন্ত্রের পথে যে কোনো বাধাই তারা প্রতিহত করবে।

 

এনডিটিভি/এলএ