ঢাকা , শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

গঠিত হলো ঢাবি রোকেয়া হলের ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি

মার্চ ১৩, ২০২৫
বাংলাদেশ
গঠিত হলো ঢাবি রোকেয়া হলের ৪১ সদস্য বিশিষ্ট  কার্যনির্বাহী কমিটি

ডেস্ক রিপোর্ট:  “ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল অ্যালামনাই এসোসিয়েশন” এর ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত। 

গত ১১ মার্চ ২০২৫ ঢাকা কারওয়ান বাজারে বিটিএমসি ভবনস্থ একটি রেঁস্তোরায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যক্ষ দিলারা হাফিজ সভাপতি, মৌসুমী দাশ পুরকায়স্থকে সাধারণ সম্পাদক এবং রুনি রহিমাকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। 

 

ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক ছাত্রী হল রোকেয়া হলের প্রাক্তন ছাত্রীবৃন্দের এ সংগঠনের কর্মকর্তাবৃন্দ ২০২৫-২০২৬ মেয়াদে তাদের দায়িত্ব পালন করবেন।  

সহ-সভাপতি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা প্রো-ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান অধ্যাপক ড: জিন্নাতুননেছা তাহমিদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ডঃ জারিনা রহমান খান, রোকেয়া হল ছাত্র সংসদের সাবেক ভিপি সেলিমা আক্তার, সাবেক এজিএম বিলকিস আক্তার সিদ্দিকা এবং সাবেক ক্রিড়াবিদ ও ক্রিড়া সম্পাদক নাসিমা বেগম। 

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ-কোষাধ্যক্ষ লুৎফুন্নাহার হোসেন নীলু, সাংগঠনিক সম্পাদক জাহিদা খানম, সহ-সাংগঠনিক সম্পাদক গুলশান মাহমুদ, দপ্তর সম্পাদক মনিরা আকতার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক আয়েশা বেগম (নীলা), সহ-প্রকাশনা ও সাহিত্য সম্পাদক রোকেয়া খাতুন রুবী, সাংস্কৃতিক সম্পাদক রোকাইয়া হাসিনা নিলী, সহ-সাংস্কৃতিক সম্পাদক লতিকা সরকার, যোগাযোগ, প্রচার ও তথ্য সম্পাদক রোকসানা পারভীন বেঞ্জু, সহ-যোগাযোগ প্রচার ও তথ্য সম্পাদক তাপসী রাবেয়া, সহ-যোগাযোগ প্রচার ও তথ্য সম্পাদক রোকেয়া হাবীব, সদস্যঃ অধ্যাপক ড: রওশন আরা ফিরোজ, ফরিদা প্রধান, অধ্যাপক সালমা আক্তার, সেলিনা চৌধুরী, মাহমুদা বেগম চপল, ফারজানা ফেরদৌসী, অধ্যাপক ড: উপমা কবীর, নার্সিস বেগম মিনি, মের্শেদা আখতার, তসলিমা বেগম, নূরজাহান বেগম, কবিতা বিশ্বাস, আখতারুন্নেসা আতিয়া, মাহমুদা বেগম জ্যোৎস্না, নূরুন্নাহার ওসমানী যুথী, তানজিন ইসলাম, আলম আরা বিউটি, মিনারা বেগম, লুৎফুননেসা (মনি), শামীমা আক্তার।