ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

হাফিজ  সিডনির ফ্লাইট মিস করলেন

জানুয়ারী ০২, ২০২৪
খেলাধুলা
হাফিজ  সিডনির ফ্লাইট মিস করলেন

নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ হেরে আগেই ব্যাকফুটে চলে গেছে পাকিস্তান, খুইয়েছে সিরিজ। আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় অস্ট্রেলিয়ার সিডনিতে স্বাগতিকদের বিপক্ষে শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামবে পাকিস্তান।
তার আগে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছে টিম পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের ভেন্যু সিডনির যাওয়ার ফ্লাইট মিস করেছেন দলের পরিচালক মোহাম্মদ হাফিজ। তবে কী কারণে তিনি সময়মতো ফ্লাইটটি ধরতে পারেননি, সেটি জানা যায়নি।
জিও নিউজের প্রতিবেদনে জানা গেছে, হাফিজ নিজের স্ত্রীর সঙ্গে ভ্রমণ করছিলেন। দলের সঙ্গে তার সিডনিতে যাওয়ার কথা ছিল; তবে যেকোনো কারণে তিনি সিডনির ফ্লাইটটি মিস করেছেন। পরে অবশ্য বিকল্প ফ্লাইটে কয়েক ঘণ্টা পর হাফিজ সিডনিতে পৌঁছেছেন।
গত ১৪ ডিসেম্বর পার্থে প্রথম টেস্ট ম্যাচ খেলেছে পাকিস্তান। ওই ম্যাচে সফরকারীদের ৩৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মেলবোর্নে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল পাকিস্তান। যদিও জেতা ম্যাচটিই হেরেছে শান মাসুদের দল। পাকিস্তানের বিপক্ষে ৭৯ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ লুপে নিয়েছে অস্ট্রেলিয়া।
এনডিটিভিবিডি/০২জানুয়ারি/এএ