ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

হাসপাতালে যাওয়ার সাহস পাইনি, বললেন রোকেয়া প্রাচী

অগাস্ট ১৫, ২০২৪
বিনোদন
হাসপাতালে যাওয়ার সাহস পাইনি, বললেন রোকেয়া প্রাচী

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর আয়োজন করছিলেন অভিনেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য রোকেয়া প্রাচী। প্রস্তুতি হিসেবে ধানমন্ডি-৩২-নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বাইরে স্মৃতিফলক পরিষ্কার-পরিচ্ছন্ন করেন তিনি। সন্ধ্যায় সেখানে বঙ্গবন্ধুর একটি ছবি স্থাপন করে মোমবাতি প্রজ্বলন করতে গেলে ঘটে অঘটন। তার ওপর অতর্কিতে হামলা চালায় দুর্বৃত্তরা। কী ঘটেছিল সেখানে?

উদ্বিগ্ন কণ্ঠে ঘটনার বর্ণনা দিতে গিয়ে রোকেয়া প্রাচী বলেন, ‘আমাদের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের কথা ছিল। কিন্তু সেখানে তার ছবিটি নষ্ট করা হয়েছিল। আমরা জায়গাটা পরিষ্কার-পরিচ্ছন্ন করে বঙ্গবন্ধুর একটি ছবি স্থাপন করেছি।’

দুপুর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল দাবি করে রোকেয়া প্রাচী বলেন, ‘দুপুরে আমাকে কয়েকজন এসে বলে, “আপনি এখানে কেন এসেছেন? আপনি তো টার্গেট!” এটা সম্পূর্ণ পরিকল্পিত। যারা আমার ওপর হামলা করেছে, তাদের দেখে বস্তির ছেলে মনে হয়নি।’

সন্ধ্যায় স্মৃতিফলকে মোমবাতি প্রজ্বলনের সময় কয়েকজন ব্যক্তি রোকেয়া প্রাচীকে ঘিরে ফেলে। সেই ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ওরা বঙ্গবন্ধুর ছবিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। বলছিল, “সতেরো বছর তোরা খেয়েছিস, এবার আমরা খাব।” চারপাশ থেকে আমাকে এলোপাতাড়ি মারছিল। আমি নাক, মুখ ও মাথায় আঘাত পেয়েছি। আঙুল ফেটে গেছে। আমার সারা শরীরে মেরেছে তারা।’

প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন কি না জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমি জীবনটা নিয়ে ওখান থেকে পালিয়েছি। হাসপাতালে যাওয়ার সাহস পাইনি। যদি সেখানেও আক্রমনের শিকার হই! রাস্তা পার হয়েছি ধমক খেতে খেতে। ওরা বারবার বলছিল, “ওরে পুলিশের হাতে তুলে দে”, যেন আমি বিরাট কোনো অপরাধ করে ফেলেছি। আমাদের প্রধান উপদেষ্টা কি ধানমন্ডি ৩২ যাওয়া যাবে না বলে কোনো রুল জারি করেছেন? সেনাবাহিনী ঘিরে রেখেছে একটা জায়গা, সেখানেও আমাকে এভাবে পেটানো হল! এটা আমি বিশ্বাস করতে পারছি না।’

এই ঘটনার পর আগামীকাল ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনে যাবেন তিনি? রোকেয়া প্রাচী বলেন, ‘বলতে পারছি না। আমি তো মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর অবদানের কথাই বলেছি। এটা তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না। তবে কেন আমার ওপর হামলা চালানো হল? কয়েকটা ছেলে আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। বলছিল, “ওনাকে মারছেন কেন?”, দুর্বৃত্তরা ওদেরও পিটিয়েছে।’

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোকেয়া প্রাচী একাই শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।

দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রোকেয়া প্রাচী। দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।
এনডিটিভিবিডি/১৫আগস্ট/এএ