মো: তানজিম হোসাইন
চট্টগ্রামের হাজারি গলিতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ৮০ জনকে আটক করেছে। বুধবার দুপুরে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমেদ জানান, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত অপরাধীদের শনাক্তের কাজ চলছে।
মঙ্গলবার বিকেলে স্থানীয় ব্যবসায়ী ওসমান আলীর ইসকনবিরোধী একটি ফেসবুক পোস্ট ঘিরে প্রায় ৫০০-৬০০ জনের বিশৃঙ্খল জনতা হাজারি গলিতে জড়ো হয়। তাদের আক্রমণের লক্ষ্য ছিল ওসমান আলী ও তার ভাইকে হত্যা করা এবং আশপাশের দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ। যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করলেও উত্তেজিত জনতা যৌথ বাহিনীর উপর অ্যাসিড নিক্ষেপ এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পাঁচ সেনাসদস্য ও সাত পুলিশ সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনী এলাকায় টহল জোরদার করেছে এবং হাজারি গলির অধিকাংশ দোকান সিলগালা করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জানান, আটক ব্যক্তিদের বিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
এনডিটিভি/এলএ