গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে এখন পর্যন্ত প্রায় ২৯ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে । ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ এবং রাফাহ প্রান্তে ইসরায়েলি বাহিনী হামলা চালানোয় এক রাতেই ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, রাফায় ইসরায়েলি স্থল আগ্রাসনের ভয়ে ফিলিস্তিনিরা মধ্য গাজার বিভিন্ন শরণার্থী শিবিরে পালিয়ে বেড়াচ্ছে।