ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ইসরায়েলি হামলায় দুই দিনে গাজায় নিহত ৩৯০ ফিলিস্তিনি

ডিসেম্বর ২২, ২০২৩
আন্তর্জাতিক
ইসরায়েলি হামলায় দুই দিনে গাজায়  নিহত ৩৯০ ফিলিস্তিনি

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ৪৮ ঘণ্টায় ৩৯০ ফিলিস্তিনি নিহত ও ৭৩৪ জন আহত হয়েছে। এদিকে, জাতিসংঘ সতর্ক করেছে, ইসরায়েল-হামাস যুদ্ধ গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। শুক্রবার ফিলিস্তিনি ভূখণ্ডে সহায়তা বাড়ানোর জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)।

ইসরায়েলি হামলায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ২০ হাজার ফিলিস্তিনির মৃত্যুর সংবাদ জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সংঘাত শুরুর পর থেকে সাত দিনের যুদ্ধবিরতি বাদে প্রতিদিন গড়ে প্রায় ৩০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে অনেক নারী ও শিশু আছে। গাজার মোট জনসংখ্যা প্রায় ২২ লাখ। সেই হিসাবে উপত্যকার প্রায় ১% মানুষ নিহত হয়েছেন ইসরায়েলি আক্রমণে। বিশেষজ্ঞরা বলছেন, গাজার জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি হওয়ায় বোমা হামলায় মৃত্যুর সংখ্যা বেশি হচ্ছে। ১০ কিলোমিটার চওড়া ও ৪১ কিলোমিটার দীর্ঘ এ ভূখণ্ডে যুদ্ধ শুরুর আগে প্রতি বর্গকিলোমিটারে ৫,৭০০-র বেশি মানুষ বাস করত।

মার্কিন গোয়েন্দা বিশ্লেষণ অনুসারে, চলমান সংঘাতে মধ্য-ডিসেম্বর পর্যন্ত গাজায় ২৯ হাজারের বেশি বোমা ফেলেছে ইসরায়েল। যতদিন যাচ্ছে গাজা উপত্যকার পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে। জাতিসংঘের গাজা স্ট্রিপ সংক্রান্ত সংগঠনের প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পৃথিবীর বুকে একখণ্ড নরকে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, “গাজার পরিস্থিতি প্রমাণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্যারালাইজড হয়ে পড়েছে।”