ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘জামাই বউ’র মাথা গরম’ নাটক

অক্টোবর ০৪, ২০২৪
বিনোদন
ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘জামাই বউ’র মাথা গরম’ নাটক

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে বাংলাভিশন ড্রামার ‘জামাই বউ’র মাথাগরম’ নাটক। মুক্তি পাওয়ার পরে গত ৪৮ ঘণ্টায় ৩.৩ মিলিয়ন ভিউ হয়েছে। দর্শকমহল থেকে প্রচুর প্রশংসা ও রিভিউ পাওয়া যাচ্ছে।

কমেন্ট বক্সে নাহিদ নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশের ছোট পর্দায় যত নায়ক আছে। তাদের মধ্যে মোশাররফ করিম ভাই একজন কিংবদন্তী নায়ক। যে কোনো অভিনয় তার কাছে,  মামুলি ব্যাপার মাত্র। তার অভিনয় মানেই বিনোদনের পাশাপাশি একটি শিক্ষা মুলক পাঠশালা। ধন্যবাদ সকল কলাকৌশলীকে।’

বর্তমানের নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে। নাটকটি পরিচালনা করেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা তাইফুর জামান আশিক। দর্শকদের জন্য আমরা কাজ করি উল্লেখ করে এ নির্মাতা বলেন, ‘এর আগেও মোশাররফ ভাই মিলে বাংলাভিশনের আমার নাটকগুলো দর্শকরা বরাবরই ভালোভাবে গ্রহণ করে। অনেক দর্শক দেখে, আনন্দ লাগে। দর্শকদের জন্যই আমরা কাজ করি।’

বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আকন্দ গণমাধ্যমকে বলেন, জামাই বউ’র নাটকটি দর্শকরা পছন্দ করবেন ভেবেই পরিকল্পনা মাফিক ডিরেক্টরের সাথে আলাপ আলোচনা করেই নাটকটি ডিজাইন করা হয়েছে। নানান বাস্তবতায় ঈদ-উল-আজহার বেশ পরে নাটকটি রিলিজ দেয়া হলো।

দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দিন শেষে নাটকটি অনেকজন দেখেছেন, প্রশংসিত হয়েছি। এজন্য দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার দর্শকদের কাছে কমিটেড, ভবিষ্যতেও এ রকম বিনোদনমূলক ও এক্সপেরিমেন্টাল কাজ আপনারা আমাদের কাছ থেকে পাবেন।

উল্লেখ্য, নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, জাবেদ গাজী প্রমুখ। রচনায় আল-আমিন স্বপন ও পরিচালনায় ছিলেন তাইফুর জামান আশিক।

এনডিটিভিবিডি/০৪অক্টোবর/এএ