ঢাকা , শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

জালনোট প্রচলন প্রতিরোধে কালিগঞ্জে জনসচেতনতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

এপ্রিল ২৬, ২০২৫
বাংলাদেশ
জালনোট প্রচলন প্রতিরোধে কালিগঞ্জে জনসচেতনতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি আয়োজনে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল '২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ এর অডিটোরিয়ামে সাতক্ষীরা ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ), সোনালী ব্যাংকের পিএলসি, প্রিন্সিপাল এ,কে, এম, ফারুক ফয়সল এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা অনুজা মন্ডল, বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার যুগ্ম পরিচালক (ব্যাংকিং) মিজানুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার ম্যানেজার ভবেষ চন্দ্র, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউপ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল ও ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সামাদ প্রমুখ। 

ওয়ার্কশপে উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,  সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী ও সূধীবৃন্দ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জালনোট প্রচলন রোধে সীমান্ত এলাকার জনসাধারণকে বেশি সচেতন হতে হবে। এই কালিগঞ্জেই ১৩টি মামলা চলমান আছে। ১১জন চিহ্নিত জালনোট ব্যবসায়ী সুচতুর ভাবে হীন ব্যবসা চালিয়ে আসছে। তাদের একটি চক্র সামনে ঈদ উল আযহা উপলক্ষে জালনোট প্রচলন ঘটাতে পারে। এটা আমাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আসল টাকা আমাদের আগে চিনতে হবে, তাহলেই নকল বা হাল নোট চিনতে পারবো।