ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

জাতিসংঘকে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের চাপ

ফেব্রুয়ারী ২০, ২০২৪
আন্তর্জাতিক
জাতিসংঘকে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের চাপ

ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব তোলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলজেরিয়া।আলজেরিয়ার প্রস্তাবের পাল্টায় অস্থায়ী একটি যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছে যুক্তরাষ্ট্র।

আলজেরিয়ার প্রস্তাবটি নিয়ে মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। নিরাপত্তা পরিষদে কোনও প্রস্তাব পাস হতে হলে এর ১৫ সদস্যদের মধ্যে অন্তত ৯ সদস্যের প্রস্তাবটির পক্ষে ভোট দেওয়া প্রয়োজন। কিন্তু স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন বা রাশিয়া যদি না ভোট বা ‘ভিটো’ দেয়, তাহলে পুরো প্রস্তাবটি খারিজ হয়ে যায়।

আলজেরিয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্র ‘ভিটো’ দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে। কারন গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মিশর, ইসরায়েল ও কাতার; এ পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলে তা এই প্রক্রিয়াকে ঝুঁকিতে ফেলবে বলে মনে করছে ওয়াশিংটন। এই উদ্বেগ থেকেই তারা প্রস্তাবটিতে ভিটো দেবে।