ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ঝোপের ভেতরে গলাকাটা লাশ

নভেম্বর ২২, ২০২৪
বাংলাদেশ
ঝোপের ভেতরে গলাকাটা লাশ

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ইজিবাইক চালক মো. শাকিল মিয়ার (২৬) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন এলাকার ঝোপের ভেতর থেকে লাশটি পাওয়া যায়। 

নিহত শাকিল মিয়া গাইবান্ধা জেলার মরিচবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি স্ত্রী আয়েশা আক্তার ও চার বছরের মেয়ে সাউদা আক্তার জান্নাতিকে নিয়ে ফতুল্লার মাসদাইর এলাকার মোস্তাফা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। আয়েশা আক্তার ফতুল্লার বিসিক শিল্প নগরীর একটি পোশাক কারখানায় কাজ করেন।

নিহতের শ্বশুর আমজাত হোসেন জানান, ‘বুধবার রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে ইজিবাইক নিয়ে বের হয় শাকিল। পরে সারা রাত আর বাসায় ফেরেনি। বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে জানতে পারি তার গলাকাটা লাশ পাওয়া গেছে। যে ইজিবাইকটি নিয়ে বের হয়েছিল সেটি পরিত্যাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ আইইটি স্কুলের সামনে পাওয়া গেছে। পরে মালিক এসে গাড়িটি তার জিম্মায় নিয়ে যান।’

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মঞ্জুরুল জানান, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। তাকে জবাই করে হত্যা করা হয়েছে। প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। পরে লাশের সুরতহাল তৈরি করার সময় গায়ের জ্যাকেটের পকেটে একটি মোবাইল ফোন পাওয়া যায়। সে ফোনের সূত্র ধরে তার স্বজনদের খোঁজ পাই। পরে স্বজনদের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হই।’ সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল-মামুন বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। নিহতের স্বজনরা আছে। হত্যা মামলার পক্রিয়া চলছে।’

 

এনডিটিভি/এলএ