ঢাকা , বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

জিয়ানগরে পাওয়ার টিলারের চাকার ময়লা পরিস্কার করতে গিয়ে, মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জানুয়ারী ১৯, ২০২৫
বাংলাদেশ
জিয়ানগরে পাওয়ার টিলারের চাকার ময়লা পরিস্কার করতে গিয়ে, মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:  পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে চালু অবস্থায়  পাওয়ার টিলার এর চাকায় পেঁচানো  ময়লা ছাড়াতে গিয়ে ভুলবশত গিয়ারে চাপ পড়ে চাকার নিচে পড়ে আব্দুল্লাহ পঞ্চায়েত (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের নির্মম মৃত্যু হয়েছে। 

রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে নিজেদের জমি চাষ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।

জানা যায়, আব্দুল্লাহ পঞ্চায়েত (১৫)চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর 

গ্রামের হাফিজুর রহমান পঞ্চায়েত এর ছোট ছেলে। সে স্থানীয় একটি নূরানী  মাদ্রাসায় হেফজ বিভাগে নিয়মিত ছাত্র ছিলেন। তার পিতার কাজে সাহায্য করার জন্য পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে গিয়ে চালু অবস্থায় পাওয়ার টিলার দাঁড় করিয়ে ময়লা ছাড়াতে গেলে ভুলবশত গিয়ারে চাপ পড়ে, এতে পাওয়ার টিলার শরীরের উপর উঠে গিয়ে  চাষ করার অংশ শরীরে উঠে  শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। তাকে চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ প্রসঙ্গে চন্ডিপুর ইউপি চেয়ারম্যান জনাব মশিউর রহমান মঞ্জু বলেন,আমার সম্পর্কে নাতি আব্দুল্লাহ পঞ্চায়েত নিজেদের জমি চাষ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়। সে স্থানীয় নূরানী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

সর্বশেষ সংবাদ