শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: এনায়েত খান নামে (৮৫) বছরের ১ বৃদ্ধকে রক্তের গ্রুপ ভুল দেওয়ার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জের লাইভ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক কে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
রবিবার (১ ডিসেম্বর'২৪) বিকাল ৪ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাওখালিতে অবস্থিত লাইভ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
উপজেলার গণপতি গ্রামের অসুস্থ এনায়েত খান নামে এক বৃদ্ধ তার পুত্র তৈয়বুর রহমানকে সাথে নিয়ে দুপুর আনুমানিক ১২ টার দিকে রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য লাইভ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যায়। সেখানে লাইভ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বি নেগেটিভ বলে রিপোর্ট প্রদান করেন। উক্ত রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একই জায়গায় অবস্থিত রিডা হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
সেখানে পুনরায় রক্তের গ্রুপ নির্ণয় করে বি পজেটিভ ধরা পড়ে। বিষয়টি নিয়ে অসুস্থ এনায়েত খানের পুত্র তৈয়বুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের সামনে দোষ স্বীকার করায় ক্লিনিক মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে নামিদামি ডাক্তার এবং প্যাথলজিস্টদের সাইনবোর্ডের আড়ালে সাধারণ রোগীদের সাথে প্রতারণা ও মোটা অংকের টাকা আদায় করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এনডিটিভি/এলএ