নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপিকে গণসংবর্ধনা দেওয়া হয়।
রবিবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই গণসংবর্ধনা আয়োজন করা হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথির আনন অলংকিত করেন নব নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ (ফারুক)।
নবনির্বাচিত এমপি আখতারুজ্জামান বলেন – কর্মীদের প্রাণ উচ্ছ্বাসে কাজ করা এবং জনগণ পাশে আছে বলে আজ আমি এমপি হতে পেরেছি। আমাকে যারা গত ৭ জানুয়ারী ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি আমি সকলের জন্য কাজ করবো।
তিনি আরো বলেন, শীত গ্রীষ্ম,বর্ষায় সবসময় আমি আপনাদের পাশে থাকবো এবং জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।
এছাড়া গণসংবর্ধনায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এর সহধর্মিনী আফরোজ আরা রুবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী।
(এনডিটিভিবিডি/২১জানুয়ারি/এসএন)