ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

কালিগঞ্জে দুইশো পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

নভেম্বর ১২, ২০২৪
বাংলাদেশ
কালিগঞ্জে দুইশো পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ২'শ পরিবারের মাঝে ফলজাত গাছের চারা বিতরণ করা হয়েছে। মথুরেশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে লাইফ কেয়ার হাসপাতাল ও গণপতি হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে ২শ" পরিবারের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর'২৪) বিকাল ৫ টায় গনপতি ফুটবল মাঠে বিতরণ অনুষ্ঠানে জনকল্যাণ মূলক স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যাশা ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও  লাইফ কেয়ার হাসপাতালের ম্যানেজার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিত কুমার বিশ্বাস।

প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, বিএনপি নেতা আব্দুস সামাদ, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল প্রমুখ। 

এসময়ে অত্র ইউনিয়নের পৃথক চারটি ওয়ার্ডে এ চারা বিতরণ করা হয়। এমনিভাবে এ ফাউন্ডেশনটি ২০০৭ সাল থেকে কালিগঞ্জ উপজেলা এলাকায় সেবামূলক কার্যক্রমের পাশাপাশি সমাজ উন্নয়নে অবদান রেখে আসছে।

 

এনডিটিভি/এলএ