শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে এক প্রতারককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল প্রদান করা হয়েছে। প্রতারক সাইফুল ইসলাম (৩০) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী এলাকার সফর উদ্দিন মোড়লের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ প্রতারক সাইফুল ইসলাম সমাজসেবার ভাতা ও সুবর্ণ নাগরিক কার্ড করে দেওয়ার নাম করে বিভিন্ন মানুষদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলো। গত কয়েক মাস আগে ধলবাড়িয়া ইউনিয়নের গণেশপুর এলাকার আঞ্জুয়ারা খাতুন নামে এক নারীর কাছ থেকে সমাজসেবা অফিস থেকে কার্ড করে দেওয়ার নামে মোটা অংকের টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় প্রতারক সাইফুল ইসলাম।
বিষয়টি জানতে পেরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান মঙ্গলবার সকালে প্রতারক সাইফুলকে হাতেনাতে আটক করে।
এরপর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান জানান, উপজেলা সমাজসেবা অফিস থেকে ভাতা ও সুবর্ণ নাগরিক কার্ড পেতে কোন টাকা লাগে না। কেউ টাকা চাইলে প্রমাণসহ হাতেনাতে ধরে নিয়ে আসুন অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।
এনডিটিভি/এলএ