ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

কালিগঞ্জে কৃষকদলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ

ডিসেম্বর ০১, ২০২৪
রাজনীতি
কালিগঞ্জে কৃষকদলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক দায়েরকৃত কল্পিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায় রবিবার (০১ ডিসেম্বর'২৪) সন্ধায় তাৎক্ষণিক  আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলা কৃষকদল, জাসাস, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সৈনিকদল, তাতীদলের, শ্রমিকদলের যৌথ আয়োজনে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফারুক হোসেন, শ্রমিক দলের সদস্য সচিব শোকর আলী, কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, সিনিঃ যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃযুগ্ন আহ্বায়ক শাহাজান আলী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, ছাত্রদলের দক্ষিণ ইউনিয়নে সিনিঃসহ সভাপতি জাকির সৈনিক দলের আহ্বায়ক সোহাগ, তরুণ দলের সিনিঃ সাধারন সম্পাদক ওমর, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, তাতীদলের যুগ্ম আহ্বায়ক আঃ আলীম, যুগ্ম আহ্বায়ক আবু হাসান প্রমুখ।

 

এনডিটিভি/এলএ