ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

কালিগঞ্জে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ, ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

নভেম্বর ১৮, ২০২৪
বাংলাদেশ
কালিগঞ্জে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ, ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে প্রশাসনের নির্দেশ অমন্য করে পেরি পেরি ভুক্ত জমির উপর অবৈধভাবে দোকান ঘরের ছাদ ঢালাই দেওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে কাজী- সু স্টোরের মালিক কাজী বাদশাকে বিনাশ্রম কারদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি সোমবার (১৮ নভেম্বর'২৪) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের কাজী সু- স্টোরে ঘটেছে। সাজাপ্রাপ্ত বাদশা মিয়া উপজেলার মৌতলা গ্রামের মৃত কাজী জামাল উদ্দিনের ছেলে। জানাগেছে, সরকারি পেরিপেরি ভুক্ত জায়গায় সম্পুর্ন অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করে ব্যবসায়ী কাজী বাদশা মেসার্স কাজী সু- হাউস নামক একটি জুতার দোকান পরিচালনা করে আসছিল। উক্ত দোকানে অবৈধ ভাবে ছাদ নির্মাণের কার্যক্রম শুরু করলে প্রথমে উপজেলা সহকারী কমিশনার অফিসের স্টাফ দিয়ে নিষেধ করা হয়। 

তা উপেক্ষা করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিজেই নিষেধ করলেও তা উপেক্ষা করেণ। এরপরেই  উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল নিজেই স্থানীয় তহশিল অফিসের মাধ্যমে গত বৃহস্পতিবার রাতে নিষেধ করে আসেন। উক্ত নিষেধ অমান্য করে শনিবার চুরি করে রাতারাতি দোকানের ছাদ ঢালাই এর কাজ সম্পন্ন করে। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার বেলা ১২ টায় যেয়ে কাজী সু- স্টোরে গেলে মালিক বাদশা পালিয়ে যায়। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত দোকানে পুলিশ মোতায়েন করে ব্যবসায়ীকে হাজির করার নির্দেশ দেন। বেলা আনুমানিক ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তাকে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ঐ ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশের নিকট সোপর্দ করেন।

তবে ব্যবসায়ী বাদশাকে সাজা দেওয়ায় অত্র বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেননা ইতিপূর্বে ঐ বাজারে রাতারাতি ৮/১০টি দোকানের ছাদ নির্মাণ সম্পন্ন করলেও উপজেলা প্রশাসনকে জানালেও রহস্যজনক ভাবে কোন পদক্ষেপ না নেওয়ায় এ ক্ষোভ বিরাজ করছিল। 

উপস্থিত ব্যবসায়ীরা রাতারাতি তৈরি করা সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলার দাবি জানান।

 

এনডিটিভি/এলএ