ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

কেরানীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘষ পাল্টাপাল্টি অভিযোগ

সেপ্টেম্বর ২৪, ২০২৪
বাংলাদেশ
কেরানীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘষ পাল্টাপাল্টি অভিযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধি :  ঢাকার কেরানীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার সকালে কদমতলী এলাকায় সাংবাদিক সম্মেলন করেছেন হাজি মোহাম্মদ সামসুল হক। তিনি অভিযোগ করেন, সোমবার সকালে বিএনপি নেতা হাজি মো. বাহার তার জমি দখল করার চেষ্টা করে। এতে বাঁধা দিলে আমার ছেলে ও একজন শ্রমিককে রক্তাক্ত জখম করে। আমার ছেলের কাছে বাহার ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

 

অপরদিকে, বিএনপি নেতা হাজি মোহাম্মদ বাহার অভিযোগ করে বলেন, আমার জমিতে জোরপূর্বক দখল করার চেষ্টা করে হাজি মোহাম্মদ সামসুল হকের লোকজন। তারা আমার উপর হামলা করছে। আমি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হাজি মোহাম্মদ সামসুল হক ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছি। তারা উল্টো আমার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছে।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল হক বলেন, জমসংক্রান্ত সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে।

এনডিটিভিবিডি/২৪সেপ্টেম্বর/এএ