সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জেরে আবু সাঈম উদ্দিন নামের এক কৃষকের ১২ বিঘা জমির ভুট্টার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুরিয়া মৌজায় এ ঘটনা ঘটে। পরে রাতে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, হামকুরিয়া খাঁনপাড়া গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আবু সাঈম উদ্দিন ওয়ারিশ সূত্রে পাওয়া ১২ বিঘা জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী আলাউদ্দিন (৫৫), নবিরুদ্দিন (৪০), ওমর আলী (৪৫), মগর আলী (৪২), জিল্লার হোসেন (৩৫), জাকিরুল (৩০) ও তারিকুল ইসলাম শফি (৪২) ওই জমি জোর করে ভোগদখলের জন্য পাঁয়তারা, ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। এরই জেরে বৃহস্পতিবার ভোরে আলাউদ্দিন গংরা ১২ বিঘা জমিতে আবাদ করা ৪০ দিনের ভুট্টার গাছ কেটে বাড়িতে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাঈম উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে জমিতে গিয়ে দেখি আমার আবাদ করা ১২ বিঘা জমির সবগুলো ভুট্টার গাছ তারা কেটে নিয়ে গেছে। আমি ঋণ করে ভুট্টা চাষ করেছিলাম। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শী হামকুরিয়া গ্রামের রহমত আলী বলেন, ‘ওইদিন ভোরে গিয়ে দেখি আলাউদ্দিনসহ কয়েকজন মিলে কাঁচি দিয়ে ভুট্টার গাছগুলো কেটে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছেন। এসময় বাধা দিলে আমাকে দেখে নেওয়ারও হুমকি দেন তারা।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত আলাউদ্দিন ও নবিরুদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
তাড়াশ থানার পরিদর্শক (পরিদর্শক) আসলাম হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনডিটিভিবিডি/১৩ডিসেম্বর/এএ