ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

মালয়েশিয়ায় মিনি ঢাকা খ্যাত কোতারায়ায় পুলিশের অভিযানে আটক ৫০০

ডিসেম্বর ২৪, ২০২৩
আন্তর্জাতিক
মালয়েশিয়ায় মিনি ঢাকা খ্যাত কোতারায়ায় পুলিশের অভিযানে আটক ৫০০

পঙ্কজ সরকার নয়ন, নিজস্ব প্রতিবেদক:

 

মালয়েশিয়ায় উন্নয়ন মেলায় যেন এক টুকরো বাংলাদেশের মিনি ঢাকা। গত বুধবার (২১ ডিসেম্বর) কুয়ালালামপুরে এক টুকরো বাংলাদেশের মিনি ঢাকা খ্যাত কোতরায়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসীকে আটক করেছে দেশটির যৌথ আইনশৃঙ্খলা বাহিনী ও ইমিগ্রেশন পুলিশ।

 

গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১ টা থেকে অভিযান শুরু হয়। এ সাঁড়াশি অভিযানে অংশ গ্রহণ করে দেশটির ইমিগ্রেশন পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১ হাজার সদস্য। এসময় অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আতঙ্কে ছুটাছুটি করতে দেখা যায়।

 

এই মিনি ঢাকা মিনি ঢাকা খ্যাত কোতরায়া জালান সিলাংয় এলাকাকে চারটি ব্লকে ভাগ করে চারদিক থেকে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানে অবস্থিত বাংলাদেশিদের প্রায় শতাধিক দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে চিরুনি অভিযান চালিয়ে প্রায় ৫০০ জন অভিবাসীকে আটক করা হয়। এদের মধ্যে বেশিরভাগই রয়েছেন বাংলাদেশী নাগরিক। এছাড়া আরও রয়েছে মায়ানমার, নেপালসহ একাদিক বিদেশি নাগরিক।দেশটির ইমিগ্রেশন পুলিশের অভিযোগ এই বাংলাদেশি মার্কেটে বৈধ কাগজপত্র ও বৈধ লাইসেন্স ব্যতিত ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

 

দেশটির ইমিগ্রেশন পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে চেক বৈধ কাগজপত্র ও বৈধ লাইসেন্স ব্যতিতদের আটক করা হয়। অভিযানের সময় প্রত্যেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশের ভেষ্ট ও আধুনিক অস্ত্র এবং বিশেষ সরঞ্জাম পরিহিত অবস্থায় দেখা গেছে।

 

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য এই অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া অভিযান শেষে পুলিশের দাবি, এখানে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই অনেক ট্রাভেল এজেন্সি ব্যবসা করছেন  এবং মানুষকে ভিবিন্নভাবে প্রতারণা করে আসছেন। তাছাড়াও  বাংলাদেশের বিভিন্ন জীবন রক্ষাকারী ওষুধের পাশাপাশি প্রাইভেট ক্লিনিক পরিষেবাও সরবরাহ করছে যার কোন অনুমোদন নেই। আটককৃত সকল অভিবাসীদের বৈধ ভিসা এবং ব্যবসা করার কাগজপত্র রয়েছে কি না যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালালামপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পুলাপোল) নিয়ে যাওয়া হয়েছে।

 

এনডিটিভি/এনএস