ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

মানিকগঞ্জে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যোগ দিয়েছে নৌবাহিনী

জানুয়ারী ১৭, ২০২৪
বাংলাদেশ
মানিকগঞ্জে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যোগ দিয়েছে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক :মানিকগঞ্জের পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার সকালে নৌবাহিনীর ডুবুরি দল রজনীগন্ধা ফেরি উদ্ধারে যোগ দেয়।
সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার সকাল সাড়ে আটটার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের পাঁচ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ফেরিতে নয়টি ট্রাক ছিল। মঙ্গলবার রাত একটায় ফেরিটি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসে। ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে আটকে ছিল অনেকক্ষণ। পরে কুয়াশা কেটে গেলে তীরে ভেড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এনডিটিভিডিবিডি/১৭জানুয়ারি/এএ