নিজস্ব প্রতিবেদক : মেক্সিকোর একটি মাদক চক্র নিয়ন্ত্রিত অঞ্চলে দলীয় সংঘাতে গত এক মাসে প্রায় ১৫০ জন নিহত হয়েছেন। রাজ্যের প্রসিকিউটরের দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে কুলিয়াকানের একটি প্রধান সড়কে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।
মেক্সিকোর অন্যতম সহিংস ও শক্তিশালী মাদক চক্র সিনালোয়ার দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে গত ৯ সেপ্টেম্বর থেকে এলাকা দখলের জন্য সংঘর্ষ শুরু হয়। চক্রের সহ-প্রতিষ্ঠাতা ইসমায়েল ‘এল মায়ো’ জামবাদার গত ২৫ জুলাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের পর থেকে এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করে।
এনডিটিভিবিডি/০৫অক্টোবর/এএ