ঢাকা , সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

মোবাইলে থাকা ছবিকে কেন্দ্র করে টেকনাফে ছাত্রলীগ নেতা খুন

মে ০৬, ২০২৪
বাংলাদেশ
মোবাইলে থাকা ছবিকে কেন্দ্র করে টেকনাফে ছাত্রলীগ নেতা খুন

কক্সবাজারের টেকনাফে মোবাইলে ছবি থাকাকে কেন্দ্র করে রাগিব শাহরিয়ার মুরাদ (২১) নামে এক ছাত্রলীগ নেতাকে খুন করা হয়েছে। এ সময় মুরাদকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই আব্দুল্লাহ আল মামুনও গুরুতর আহত হয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকালে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এই ঘটনা ঘটে।

রাগিব টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং কক্সবাজার সিটি কলেজের ছাত্র। মুরাদের বাবা মোহাম্মদ সাইফুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

নিহতের চাচা মিজবাউল আলম জানান, সোমবার বিকালে উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকার রফিক ও আদিল পূর্বপরিকল্পিতভাবে মুরাদকে বাজারে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে ও কুপিয়ে হত্যা করে। এ সময় ভাইকে বাঁচাতে গেলে মামুনকেও কুপিয়ে আহত করা হয়।

তিনি বলেন, মীমাংসার কথা বলে মামুনকে বাজারে ডেকে নিয়ে গিয়েছিল। বাজারে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী কামারের দোকান থেকে ধারালো দা দিয়ে কোপানো হয়। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে মুরাদের মোবাইলে তার একটি গোপন ছবি রয়েছে বলে রফিক দাবি করেন। সেই ছবিকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

সোমবার বিকালে শামলাপুর বাজারে এই ঘটনার মীমাংসা হওয়ার কথা ছিল। মীমাংসা করতে বাজারে গেলে মুরাদকে হত্যা করা হয় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, মুরাদের গলায় ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এনডিটিভি/পিআর

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ