ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

নানা কর্মসূচিতে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস পালন

ডিসেম্বর ১৬, ২০২৪
বাংলাদেশ
নানা কর্মসূচিতে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : নীরবতা পালন, পতাকা উত্তোলন, বিজয় শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানসহ নানা কর্মসূচি এবং শ্রদ্ধায় লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় বিজয় দিবস পালন করে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির উদ্যাপন শুরু করা হয়।
মো. মনিরুজ্জামানের, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), নেতৃত্বে সকাল পৌনে ১০ টার দিকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি অস্থায়ী ক্যাম্পাসের ফটক থেকে যাত্রা শুরু করে জেলা প্রশাসকের স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়।

স্মৃতিফলকয়ে পুষ্পমালা অর্পণ করেন লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. হাসানুজ্জামান এবং মো. মনিরুজ্জামান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)। এরপর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো. মনিরুজ্জামান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. শহিদুল ইসলাম, ব্যাংকিং এন্ড ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং প্রক্টর সাব্বির হাসান চৌধুরী, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. রমজান আলী এবং উপ পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বজিৎ দাস। আরো উপস্থিত ছিলেন শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপাচার্যের একান্ত সচিব মো. ইমাম মেহেদী।

বক্তারা নতুন প্রজন্মের জন্য শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এনডিটিভিবিডি/১৬ডিসেম্বর/এএ