বুধবার (৬ মার্চ) বিকেলে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা দক্ষিণপাড়া গ্রামে এ মাঠের উদ্বোধন করা হয়।
জানা গেছে, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাসিন্দা এবং ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সপ্নিল চৌধুরী সোহাগের উদ্যোগে ও অর্থায়নে উলা দক্ষিণপাড়া গ্রামে ৫ একর জমির উপর নির্মিত হয় মাঠটি। এদিন বিকেলে হেলিকপ্টার যোগে নবনির্মিত হয় মাঠে অবতরনের পর স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবসায়ী সপ্নিল চৌধুরী সোহাগ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিটা মানুষ একটা স্বপ্ন নিয়ে বাঁচে। আমাদের গ্রামে কোনো মাঠ ছিলো না। আমি মনে করেছি একটা গ্রামের উন্নয়নের জন্য একটা মাঠ দরকার। একটা মাঠ হলে অনেক জায়গা থেকে প্লেয়াররা খেলতে আসে এবং দেখতে আসে তারা চিনবে এটা দরকার আমাদের তাই করা। এছাড়া মাদকের হাত থেকে তরুণ যুব সমাজকে রক্ষা করতে মাঠের ও খেলাধুলার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে এমন সুন্দর একটি খেলার মাঠ পেয়ে খুশি এলাকার কিশোর ও তরুন যুবকেরা। কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, সোহাগ ভাই আমাদের একটি খেলার মাঠ করে দিয়েছেন আমরা এখানে খেলতে পারবো। আমরা দোয়া করি তিনি যেনো সবসময় ভাল কাজের সাথে থাকতে পারেন ও ভাল কাজ করতে পারেন।
এসময় লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, সোহাগের বাবা খোকন চৌধুরীসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।