কেরানীগঞ্জ প্রতিনিধি : পারিবারিক কলহের কারণে নিখোঁজের নয় দিন পর কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় তিনজন মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ।আজ ১৯ অক্টোবর শনিবার দুপুরে গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে তিন ছাত্রীকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয় ।
নিখোঁজ মাদ্রাসা ছাত্রীরা হচ্ছে, সোনাকান্দা রুহিতপুর আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান বয়স আনুমানিক ১৪ বছর, পিতার নাম ডালিম বাশার, গ্রাম রহিম আলীরচর । সাবিকুন নাহার মিম , বয়স আনুমানিক ১৫ বছর , পিতার নাম জাহাঙ্গীর আলম, গ্রাম সোনাকান্দা ও লামিসা ওরফে সুপ্তি, বয়স আনুমানিক ১৩ বছর , পিতার নাম মোক্তার হোসেন, গ্রাম সোনাকান্দা ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. সোহরাব আল হুসাইন বলেন, উদ্ধার হওয়া তিন মাদ্রাসা ছাত্রী পরিবারের সাথে কলহ-বিবাদ ও ঝগড়া করে মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিজেদের মধ্যে পরস্পর যোগাযোগ করে মাদ্রাসায় না গিয়ে অজ্ঞাত স্থানে চলে যায় ।
তিনি বলেন, পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৩ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানায় এ ঘটনার বর্ণনা দিয়ে তিন পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়রি করে। সাধারণ ডায়রির প্রেক্ষিতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত নিখোঁজ ছাত্রীদের উদ্ধারের উদ্যোগ নেয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস হোসেন ও এস আই আনোয়ার হোসেন প্রায় এক সপ্তাহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এবং তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে ১৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে এগারোটার সময় ঢাকা জেলার সাভার মডেল থানার এলাকার বনপুকুর গ্রাম থেকে তিন মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসে । পরে তাদের অভিভাবকের খবর দিলে অভিভাবকরা এসে তাদেরকে সনাক্ত করে ।
এনডিটিভিবিডি/১৯অক্টোবর/এএ