ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মসূচি

নভেম্বর ১২, ২০২৪
বাংলাদেশ
নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মসূচি

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা স্মার্ট বিদ্যালয় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর'২৪) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে স্মার্ট বিদ্যালয় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

স্মার্ট বিদ্যালয় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান, সাতক্ষীরা জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত, স্মার্ট বিদ্যালয় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস প্রমুখ।

এসময় স্মার্ট বিদ্যালয় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এনডিটিভি/এলএ