ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

অধ্যাপক হামিদা বানুর মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

জানুয়ারী ০৭, ২০২৪
শিক্ষা
অধ্যাপক হামিদা বানুর মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক-গবেষক অধ্যাপক হামিদা বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। রবিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার এক শোকবার্তায় ড. মশিউর রহমান বলেন, ‘অধ্যাপক হামিদা বানু ছিলেন প্রগতিশীল আন্দোলনের একজন আলোকিত মানুষ। দেশে গুণগত শিক্ষার প্রসার, বিজ্ঞান ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে তিনি অনবদ্য ভূমিকা রেখে গেছেন। তাঁর মতো একজন গুণী শিক্ষাবিদের মৃত্যুতে জাতির যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।’
উপাচার্য ড. মশিউর রহমান শোকবার্তায় বলেন, বিজ্ঞান চর্চা ও শিক্ষাক্ষেত্রে অধ্যাপক হামিদা বানুর অবদান ও বর্ণাঢ্য কর্মজীবন এ দেশের মানুষের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। দেশের প্রতিটি সংকটকালে তাঁর বক্তব্য, মন্তব্য এবং ভূমিকা দেশবাসীর জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করেছে। সমাজহিতৈষী, গণতান্ত্রিক প্রগতিশীল চেতনা, সুশীল বুদ্ধিবৃত্তিক চর্চায় তিনি নিজেকে পরিণত করেছিলেন দেশের অগ্রগণ্য মানুষে। শিক্ষা ও সংস্কৃতি প্রসারে তাঁর রয়েছে অনবদ্য ভূমিকা।’

অধ্যাপক হামিদা বানু চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
শনিবার বিকাল পাঁচটার সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক হামিদা বানু।
এনডিটিভিবিডি/০৭জানুয়ারি/এএ